খাগড়াছড়িতে জেলা আওয়ামীলীগের শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন, পরে র্যা লী করা হয়। র্যা লীটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে খাগড়াছড়ি পৌর টাউন হল প্রাঙ্গনে জাতীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতি ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পন করেন। পরে শ্রদ্ধাজ্ঞাপনের পর সেখানে সংক্ষিপ্ত শোকসভা অনুষ্ঠিত হয়।

এসময় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যান মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম দিদার, দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, উপদপ্তর সম্পাদক নুরুল আজম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, বন ও পরিশেষ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক শতরুপা চাকমা, সদস্য শামীম চৌধুরী, আফতাব চৌধুরী, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক কে এম ইসমাইল হোসেন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান হেলাল, পৌর যুবলীগের সভাপতি ও কাউন্সিলর মানিক পাটোয়ারী, সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম সহ জেলার আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা কর্মসূচীতে অংশ নেন।