খাগড়াছড়িতে নৌকা প্রার্থীর নির্বাচনী প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ির ২৯৮নং সংসদীয় আসনের আ’লীগ মনোনীত নৌকা প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকালে জেলা সদরের বেতছড়িমুখ এলাকায় গণসংযোগ করে তিনি প্রচারণা শুরু করেন।

এরপর জেলার মাইসছড়ি ও মহালছড়ির পথে পথে পথসভা অনুষ্ঠিত হয়। এসময় নৌকার প্রার্থীকে স্থানীয় বাসিন্দারা ডাকঢোল বাজিয়ে বরণ করে নেয়।

প্রচারণাকালে নৌকার প্রধান নির্বাচনী এজেন্ট ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান চাইথো অং মারমা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, আওয়ামী লীগ নেতা নীলোৎপল খীসা, সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম, সুনীল চাকমাসহ হেডম্যান কার্বারীরা উপস্থিত ছিলেন।

তবে গতকাল সোমবার প্রতীক বরাদ্ধের পর আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা, জাতীয় পার্টির প্রার্থী মিথিলা রোয়াজা (লাঙ্গল) ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মো. মোস্তফা (আম প্রতীক) পক্ষে মাইকে প্রচারণা চালানো হলেও তৃনমূল বিএনপির প্রার্থী উশ্যেপ্রু (সোনালী আঁশ) পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেখলেও মাঠ পর্যায়ে এখনো কোন প্রচারণা চোখে পড়েনি।

এদিকে আজ মঙ্গলবার সকালে মহান বিজয় দিবস উপলক্ষে খাগড়াছড়ি শহরে বিজয় র‌্যালী করে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আগামীকাল বুধবার (২০ডিসেম্বর) দীঘিনালায় প্রচারণা করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে।