খাগড়াছড়িতে পরিবেশ সুরক্ষায় তরুণদের সাইকেল র‍্যালী

খাগড়াছড়ি প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব সারা বিশ্বে। এর পেছনে অনেকাংশেই মানুষ দায়ি। তাই পরিবেশ সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে খাগড়াছড়িতে ‘সাইক্লিং ফর ক্লাইমেট জাস্টিস’ স্লোগানে সাইকেল র‌্যালি করেছেন হিউম্যানিটি ওয়েলফেয়ার এসোসিয়েশনের একঝাঁক তরুণ।

শুক্রবার সকাল ১০টায় খাগড়াছড়ি গেইট থেকে র‍্যালিটি শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। এসময় সাইকেল র‍্যালীতে থাকা তরুণরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয় বিষয়ে স্থানীয়দের সচেতন করতে প্রচার চালান।

সাইকেল র‍্যালীতে অংশ নেন স্থানীয় তরুণ দিগন্ত ত্রিপুরা, ঈশিতা কর, ম্রাসাংউ মারমা, চিনুমা মারমা, উর্বশ্রী ত্রিপুরা ও আরমানুল ইসলাম। তারা প্রত্যেকেই যুব নেতৃত্ব ও জলবায়ু পরিবর্তনে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ সম্পন্ন করে এই সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করছেন। কার্যক্রমটিতে সার্বিক সহযোগিতা করছেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ ও ইয়াং পাওয়ার ইন সোস্যাল একশন (ইপসা)।