খাগড়াছড়িতে পর্যটন স্টেইক হোল্ডারদের সাথে ট্যুরিস্ট পুলিশের ডিআইজির মতবিনিময় সভা

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি।।
ট্যুরিস্ট পুলিশ বাংলাদেশ এর ডিআইজি ও অতিরিক্ত আইজিপি (ভারপ্রাপ্ত) মোঃ আবু কালাম’র খাগড়াছড়ি পার্বত্য জেলায় আগমন উপলক্ষ্যে পর্যটন স্টেইক হোল্ডারদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২০ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টায় জেলা পুলিশের কনফারেন্স হলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)। 

মতবিনিময় সভায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মাহমুদা বেগম’র সঞ্চালনায় প্রধান অতিথি’র বক্তব্যে ট্যুরিস্ট পুলিশ’র অতিরিক্ত ডিআইজি মোঃ আবু কালাম সিদ্দিক বলেন,বাংলাদেশে সিকিউরিটি দিক দিয়ে, নিরাপত্তার দিক দিয়ে অন্যান্য দেশের চাইতে এগিয়ে। যে দেশে আইনশৃঙ্খলা ও নিরাপত্তার পরিস্থিতি ভালো থাকবে। সে দেশই উন্নয়ন হবে। বাংলাদেশও কিন্তু উন্নয়নের পর্যায়ে চলে এসেছি। বাংলাদেশের নিরাপত্তা দিক দিয়ে বলেন ও সিকিউরিটি দিক দিয়ে বলেন সবকিছুই বিশ্বের কাছে নন্দিত। 

তিনি আরও বলেন, আমরা প্রতিটা জায়গায় স্টেইক হোল্ডারদের সাথে ট্যুরিস্টদের জায়গাতে মতবিনিময় করেছি। আমাদের দেশে ট্যুরিজম সেক্টর ডেভেলপ হচ্ছে। বাংলাদেশ আজ অর্থনৈতিক দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। অর্থনৈতিক অধিকাংশই ট্যুরিজম সেক্টর থেকে আসছে। বিদেশের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ট্যুরিজম সেক্টরকে আরও ডেভেলপ করার জন্য পাহাড়ের পর্যটন খাতকে আরও উন্নত ও বিনোদনমুখর করা, দেশী-বিদেশী পর্যটক আগমন বৃদ্ধিসহ  ট্যুরিস্ট পুলিশের পক্ষ থেকে যা করার প্রয়োজন সেগুলো করা আশ্বাস দেন এবং সেইসাথে স্টেইক হোল্ডারদেরও  সহযোগিতার কামনা করেন তিনি।

এ সময় বিশেষ অতিথি হিসেবে চট্টগ্রাম বিভাগ ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো: সহিদুজ্জামান, ট্যুরিস্ট পুলিশের ঢাকা হেডকোয়ার্টার্স এর ট্রেনিং এন্ড ওরিয়েন্টেশন ও পুলিশ সুপার মোছা: ইয়াছমিন খাতুন ও রাঙ্গামাটি রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ মহিউল ইসলাম প্রমূখ।

এ ছাড়াও অতিরিক্ত পুলিশ সুপার মো: জসীম উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার মো: তফিকুল আলমসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা ও পর্যটন স্টেইক হোল্ডার প্রতিনিধি ও হোটেল মালিক সমিতি’র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।