খাগড়াছড়িতে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্পের বার্ষিক উপহার বিতরণ অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে আগাপে, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, চেলাছড়া সেন্টার, বিডি-০৫১৯ এর আয়োজনে বার্ষিক উপহার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ডিসেম্বর) বিকালে প্রকল্পের চেলাছড়া সেন্টার কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাপ্টিষ্ট চার্চ ফেলোশীপ (বিবিসিএফ)’র সহ-সভাপতি রেভা. প্রবীর ত্রিপুরা।

এ উপলক্ষে আলোচনা সভায় আগাপে প্রকল্পের চেলাছড়া সেন্টারের এলসিসির চেয়ারম্যান আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আগাপে এর প্রজেক্ট কো-অর্ডিনেটর জনাচন্দ্র ত্রিপুরা, চেলাছড়া ব্যাপ্টিষ্ট চার্চের পালক যশোবর্ধন ত্রিপুরা, চেলাছড়া ব্যাপ্টিষ্ট চার্চ’র সহ-সম্পাদক তরুণ কুমার ত্রিপুরা প্রমুখ।

এতে স্বাগত বক্তব্য রাখেন চেলাছড়া সেন্টার প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দিলীপ কুমার ত্রিপুরা। তিনি বলেন, চেলাছড়া সেন্টার এ প্রকল্পে আগে ১৫০জন শিশুকে নিয়ে শুরু হওয়া প্রকল্প এখন এ প্রকল্পের সুবিধাভোগী শিশুর সংখ্যা ৩৫০জন। এছাড়াও মাতৃত্বকালীন সেবাও রয়েছে বলে জানান তিনি।

বক্তারা বলেন, বর্তমান যুগ প্রতিযোগিতার যুগ। এ যুগে টিকে থাকতে হলে পড়ালেখার কোন বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে উল্লেখ করে অভিভাবকদের সচেতনতা ও শিশুদের যত্ন রাখার অনুরোধ জানান।

অনুষ্ঠান শেষে প্রকল্পের আওতায় সুবিধাভোগী ৩৩১জনকে উন্নতমানের শীত কম্বল, আর্থসামাজিক উন্নয়নের জন্য ছাগল ৮টি, শুকর ৬টি, একজন কৃষককে বীজ ও কীটনাশক সার এবং ১৫জনকে শুকনা খাবার ও প্রসাধনী সামগ্রী তুলে দেন অতিথিরা।

পরে প্রকল্পের সুবিধাভোগী শিশু ও কিশোরীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভা শেষ হয়।