

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের অর্থায়নে আগাপে, পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প, চেলাছড়া সেন্টারের আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার ও উপহার সামগ্রী বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭মার্চ) সকালে প্রকল্পের চেলাছড়া সেন্টার কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
প্রধান অতিথির বক্তব্য টিটন খীসা বলেন, আগাপে প্রকল্প মানুষের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন, মানসম্মত শিক্ষার মানোন্নয়ন ও শিশুদের সুরক্ষাসহ যেভাবে কার্যক্রম করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে আমাদের দেশে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো সরকারের পাশাপাশি বিভিন্ন সচেতনতামূলক, উন্নয়নমূলক কার্যক্রম করে আসছে। সরকারের একার পক্ষে সম্ভব নয় সকল কার্যক্রম পরিচালনা করা।
প্রধান অতিথি আরো বলেন, বর্তমান প্রতিযোগিতার যুগে টিকে থাকতে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান প্রজন্মকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন হওয়ার অনুরোধ করেন তিনি।
এ উপলক্ষে আলোচনা সভায় আগাপে প্রকল্পের চেলাছড়া সেন্টারের এলসিসির চেয়ারম্যান আশা প্রিয় ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, পেরাছড়া ইউপির সদস্য নিতু ত্রিপুরা, এলসিসির সদস্য যশোবর্ধন ত্রিপুরা, শিক্ষক সত্যজিৎ ত্রিপুরা প্রমুখ।

এতে প্রকল্পের সমাজকর্মী কিনারাম ত্রিপুরা ও উপকারভোগী কিশোরী জবা ত্রিপুরার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন চেলাছড়া সেন্টারের প্রকল্প ব্যবস্থাপক দিলীপ কুমার ত্রিপুরা। তিনি জানান, চেলাছড়া সেন্টার এ প্রকল্প ২০১২সালে দেড়শ জন শিশুকে নিয়ে শুরু হওয়া প্রকল্প এখন এ প্রকল্পের সুবিধাভোগী শিশুর সংখ্যা তিনশ জনের অধিক। এছাড়াও মাতৃত্বকালীন সেবাও রয়েছে বলে জানান তিনি।
বক্তারা বলেন, বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে ৩৩৩জন শিশু কিশোর শিক্ষা সহায়ক নানা উপকরণ গ্রহণের পাশাপাশি চিকিৎসাসেবা ও কর্মমূখী শিক্ষা গ্রহণ করছে। এই প্রকল্পের মাধ্যমে শিশুদের শিক্ষার পাশাপাশি দরিদ্র পরিবারগুলোকেও সাবলম্বী করতে নানাভাবে সহযোগিতা করা হচ্ছে। এছাড়াও এই সকল শিশুরা তাদের ২২ বছর বয়স পর্যন্ত প্রকল্প থেকে শিক্ষা সহায়তা পাবেন। প্রায় একযুগ ধরে খাগড়াছড়ি সদর উপজেলার দুর্গম পিছিয়ে পড়া চেলাছড়া পাড়া, লারমা পাড়া, পল্টনজয় পাড়া সহ কয়েকটি এলাকার দরিদ্র পরিবারের মাঝে শিক্ষার আলো ছড়াতে কাজ করছে পার্বত্য জেলা শিশু উন্নয়ন প্রকল্প-আগাপে, চেলাছড়া সেন্টার।

অনুষ্ঠান শেষে প্রকল্পের সুবিধাভোগী ২২৬জনকে স্কুল জুতা, খাতা, কলম, রাবার, কার্টার, পেন্সিল, পরিবারের আর্থসামাজিক উন্নয়নের জন্য শুকর ছানা ৪টি, ১৫জনকে ফুডরেশন (চাউল, ডাল, তেল, ডিম), ৩৩৩জনকে স্বাস্থ্য সরঞ্জাম সামগ্রী এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার তুলে দেন অতিথিরা।
পরে প্রকল্পের সুবিধাভোগী শিশু ও কিশোরীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সভা শেষ হয়।