খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ অভিষ্ঠ জনগোষ্ঠির সাথে জনসংযোগ সংক্রান্ত সভা

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠিসহ অভিষ্ঠ জনগোষ্ঠির সাথে জনসংযোগ সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (১১ডিসেম্বর) সকালে জেলা সদর উপজেলার গোলাবাড়ি ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “ প্রবাসীর কল্যাণ, মর্যাদা-আমাদের অঙ্গীকার, স্মার্ট বাংলাদেশ গড়ায় তারাও সমান অংশীদার” শ্লোগানে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা।

প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ নারায়ন চন্দ্র খাঁ। প্রধান আলোচক হিসাবে ছিলেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারি পরিচালক নিহার কান্তি খীসা। এসময় প্রবাসী কল্যাণ ব্যাংকের জেলা ব্যবস্থাপক তানজিলুর রহমান, গোলাবাড়ি ইউপির সংরক্ষিত মহিলা সদস্য নূর জাহান বেগম, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের জনশক্তি জরীপ কর্মকর্তা আঃ মতিন সরকার সহ অভিষ্ঠ জনগোষ্ঠির প্রতিনিধিসহ অন্যান্যরা।

বক্তারা বলেন- পিছিয়ে পড়া জনগোষ্ঠীসহ অভীষ্ঠ জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসন করে দক্ষ জনগোষ্ঠীতে রুপান্তর করার লক্ষ্যে সরকার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তত্বাবধানে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস ও খাগড়াছড়ি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রসহ সংশ্লিষ্ট দপ্তর কাজ করে যাচ্ছে।