

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি||
খাগড়াছড়িতে প্রয়াস একাডেমি কোচিং সেন্টারের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা ও বিদায় এবং ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ জুন, ২০২৫) সকালে খাগড়াছড়ি জেলা শহরের মিলনপুরস্থ বাংলাদেশ মারমা উন্নয়ন সংসদ কমিউনিটি সেন্টার হলরুমে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালার কুজেন্দ্র মল্লিকা মডার্ন কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, প্রতিষ্ঠা লাভের পেছনে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের সম্মিলিত প্রয়াসের গুরুত্ব অপরিসীম। সময় ব্যবস্থাপনা ও সৎ সাহস জীবনের সফলতার চাবিকাঠি।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক খোকনেশ্বর ত্রিপুরা। তিনি বলেন, বড় স্বপ্ন না দেখলে বড় কিছু অর্জন সম্ভব নয়। কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস একজন শিক্ষার্থীকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিয়াই হারুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিপালু চাকমা, প্রয়াস একাডেমির সহকারী পরিচালক স্নেহময় ত্রিপুরা এবং ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের খাগড়াছড়ি সদর শাখার সভাপতি আকাশ ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে প্রয়াস একাডেমি থেকে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক ও ফুল তুলে দেন অতিথিরা।
প্রয়াস একাডেমির পরিচালক উত্তম কুমার ত্রিপুরা জানান, ২০১৯ সালে মাত্র ১৫ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা এই কোচিং সেন্টার থেকে প্রথম বছরেই ১১ জন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছিল। বর্তমানে প্রতিষ্ঠানটিতে প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছে। চলতি বছরেও এ কোচিং সেন্টার থেকে ইতোমধ্যে ১৭ জন এবং অপেক্ষমাণসহ প্রায় ২৫ জনের বেশি শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আলোচনা সভা শেষে অতিথিরা ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন।