

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে শুভ বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট-২০২৩ উদযাপনে সংশ্লিষ্ট কমিটির সঙ্গে পুলিশ সুপারের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) সকাল ১০টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম(বার) মহোদয়ের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় আসন্ন ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইট উপলক্ষ্যে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার লক্ষ্যে নিরাপত্তা জোরদার করা সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়। তিনি চার্চে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ ও গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি স্থাপনের জন্য খ্রিস্টান ধর্মীয় নেতৃবৃন্দের প্রতি অনুরোধ জানান।
এসপি বলেন, কেউ নাশকতার ঘটানোর চেষ্টা করলে ধরে ফেলবেন। আর ধরতে না পারলে চিনে রাখবেন, পুলিশ তাদেরকে আটক করবে। তিনি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগেরও অনুরোধ জানান।

এসময় আসন্ন ‘বড়দিন’ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ বিভিন্ন মতামত তুলে ধরেন খ্রিস্টান এসোসিয়েশনের নেতৃবৃন্দ। পুলিশ সুপার মহোদয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর পোস্ট, মন্তব্য বা ছবি আপলোড করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের সুযোগ গ্রহণকারীদের বিরুদ্ধে সাইবার মনিটরিং ও প্যাট্রলিং বৃদ্ধি ও তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
সভায় থার্টিফার্স্ট নাইট এবং খ্রিস্টিয় নববর্ষ উপলক্ষে পটকা, আতশবাজিসহ, ফানুস ওড়ানো থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিনের শুভেচ্ছা এবং আসন্ন ইংরেজি বছরের শুভেচ্ছা জানিয়ে পুলিশ সুপার মহোদয় বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় অতীতের ন্যায় এবারও বড়দিন আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে। এ সময় খ্রিস্টান অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুলিশ সুপারকে একটি বাইবেল উপহার দেন।
আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মাহমুদা বেগম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ তফিকুল আলম ও জেলা পুলিশের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।