খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে “একতা ও জাতীয়তাবাদকে সামনে রেখে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, নেতৃত্বের বিকাশ, মানসম্মত শিক্ষা ও প্রযুক্তিতে দক্ষতা অর্জন এবং আত্মকর্মসংস্থান তৈরিতে সচেষ্ট হোন” এ প্রতিপাদ্যে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস) এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) জেলা শহরের মিলনপুরস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয় প্রাঙ্গণে সকাল ১০টা থেকে এ সভা শুরু হয়।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভা পরিচালনা করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দয়ানন্দ ত্রিপুরা। সভার কার্যক্রম শুরুর আগে বিগত অর্থবছরে সাংগঠনিক বার্ষিক প্রতিবেদন পেশ করেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক স্নেহাশীষ ত্রিপুরা।

সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন বর্তমান খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের প্রতিষ্ঠাকালীন সদস্য রণজিৎ নারায়ণ ত্রিপুরা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও প্রাক্তন সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, প্রাক্তন সভাপতি সুরেশ মোহন ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা, বর্তমান পাজেপ সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরা, ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা সাগরিকা রোয়াজা প্রমুখ।

এসময় আরো শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চামেলী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি নয়ন ত্রিপুরা সহ বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ ও সহযোগী সংগঠন- বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের বিভিন্ন জেলা- উপজেলা- আঞ্চলিক শাখার সভাপতি/সম্পাদক/প্রতিনিধিরা।

বক্তারা জাতির উন্নয়নে শিক্ষা, সংস্কৃতি ও ভাষা চর্চা ও সংরক্ষণের প্রতি গুরুত্ব দেওয়ার আহবান জানান। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে সরকারের পৃষ্ঠপোষকতা কামনা করেন। এসময় খাগড়াছড়ির ত্রিপুরা জাতি থেকে বার বার সংসদীয় আসনে এমপির সুযোগ দেওয়ায় বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতিও কৃতজ্ঞতা জানান নেতৃবৃন্দ।

সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও আজীবন সদস্যগণ এবং ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের নেতৃবৃন্দ এবং কয়েকজন আমন্ত্রিত অতিথি এ সভায় অংশ নেন।