খাগড়াছড়িতে বাত্রিক সংসদের পেরাছড়া পশ্চিম উপ-আঞ্চলিক শাখার কাউন্সিল অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ (বিটিকেএস), পেরাছড়া পশ্চিম উপ-আঞ্চলিক শাখার ত্রি-বার্ষিক ৪র্থ কাউন্সিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৩ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও সাংগঠনিক গানের মাধ্যমে সাংগঠনিক পতাকা উত্তোলন করা হয়। এরপরে ফুল দিয়ে অতিথিদের বরণ এবং নতুন আজীবন সদস্যদের ফুল দিয়ে বরণ করেন অতিথিরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা

এসময় অনুষ্ঠানে পেরাছড়া পূর্ব উপ-আঞ্চলিক শাখার সভাপতি নিলাংকুর ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক অনন্ত কুমার ত্রিপুরা, পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক তাপস কুমার ত্রিপুরা, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক এবং শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য সচিব খগেন্দ্র কিশোর ত্রিপুরা, খাগড়াছড়ি সদর আঞ্চলিক সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা, সাংগঠনিক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা, নির্বাহী সদস্য চন্দ্র শেখর ত্রিপুরা প্রমুখ।

আলোচনা সভায় পেরাছড়া পশ্চিম উপ- আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক প্রশান্ত ত্রিপুরা কালা এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন স্থানীয় ইউপির প্রাক্তন সদস্য ও পেরাছড়া পশ্চিম আঞ্চলিক শাখার সহ-সভাপতি সরলাল ত্রিপুরা। এসময় সাংগঠনিক প্রতিবেদন পাঠ করেন পেরাছড়া পশ্চিম উপ-আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক টুলুনাথ ত্রিপুরা।

এসময় আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইউপির সংরক্ষিত মহিলা সদস্য চনিতা ত্রিপুরা, ইউপির সদস্য ১নং ওয়ার্ড সদস্য বিপ্লব ত্রিপুরা রিংকু, অচাই পাড়ার কার্বারী কির্তি রঞ্জন ত্রিপুরা, টিএসএফের পেরাছড়া ইউনিয়ন কমিটির সভাপতি জবা ত্রিপুরা।

কাউন্সিল অনুষ্ঠানে নতুন কমিটিদের শপথ বাক্য পাঠ করান খাগড়াছড়ি সদর শাখার সাধারণ সম্পাদক মিহির কান্তি ত্রিপুরা। এসময় কাউন্সিল অধিবেশন পরিচালবা করেন খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সাংগঠনিক সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা।

সর্বসম্মতিক্রমে বিপ্লব ত্রিপুরাকে সভাপতি, নিতু ত্রিপুরাকে সাধারণ সম্পাদক এবং কির্তি রঞ্জন ত্রিপুরা (কার্বারী)কে সাংগঠনিক সম্পাদক করে ১১জন সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

সভাশেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়।