খাগড়াছড়িতে বালুবাহী ট্রলিগাড়ি দুর্ঘটনায় ছাত্রলীগ কর্মী নিহত

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে বালুবাহী মাহিন্দ্র ট্রলিগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম নুরুল কাদের চৌধুরী (২৬)।

তিনি খাগড়াছড়িতে স্বাধীনতা বিজয়ের প্রথম পতাকা উত্তোলনকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা দোস্ত মোহাম্মদ চৌধুরীর বড় ছেলে আবছার চৌধুরীর সন্তান।

নিহত নুরুল কাদের চৌধুরী খাগড়াছড়ি পৌর ছাত্রলীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। গতকাল রোববার (২৮জানুয়ারি) দুপুরে খাগড়াছড়ি শহরের টিএন্ডটি গেট সংলগ্ন শহর সমাজসেবা কার্যালয় এলাকায় একটি মাহিন্দ্র ট্রলিগাড়ির সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ ঘটে।

এ সময় গাড়ির নিচে পড়ে যান নুরুল কাদের চৌধুরী। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর দেখে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে মেডিকেলে নেয়ার পথে পথিমধ্যে তার মৃত্যু হয়।

খাগড়াছড়ি সদর থানার অফিসার্স ইনচার্জ তানভীর হাসান বলেন, বালুবাহী মাহিন্দ্র ট্রলিগাড়ির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নুরুল কাদের চৌধুরী প্রথমে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিলে পরে চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। চট্টগ্রামে নেয়ার পথে বিকাল ৫টার দিকে তার মৃত্যু হয়। এ ঘটনার পর থেকে চালক পলাতক রয়েছে।