খাগড়াছড়িতে ভাইবোনছড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত    

।। নিজস্ব প্রতিনিধি।।
“সমবেত শক্তি এনে দেয় মুক্তি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার সদর উপজেলার ভাইবোনছড়া ইউনিয়নের মারমা উন্নয়ন সংসদের সম্মেলন কক্ষে ভাইবোনছড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ই মার্চ) সকাল এগারোটায় মারমা উন্নয়ন সংসদের সম্মেলন কক্ষে সমিতির সভাপতি রেমং মারমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা উৎপল চাকমা, ভাইবোনছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজন চাকমা,  খাগড়াছড়ি সদর উপজেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা জহির উদ্দিন, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা উপস্থিত ছিলেন। এতে ভাইবোনছড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে আয়োজিত বার্ষিক সাধারণ সভায় স্বাগত বক্তব্য রাখেন ভাইবোছড়া মিলিনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা।  

প্রধান অতিথি মংসুইপ্রু চৌধুরী বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ গণমানুষের জন্য কাজ করে যাচ্ছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশকে গড়ে তোলার জন্য সমবায়ের মাধ্যমে দেশকে গড়ে তুলতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। তাঁর সেই স্বপ্ন আজকে বাস্তবায়নের জন্য আজকের সমবায়ের মাধ্যমে কাজ করে যেতে হবে। 

প্রধান অতিথি উপস্থিত সকল সকল সমবায়ীদের উদ্দেশ্যে আরও বলেন, সমিতি মানে সঞ্চয় করা, প্রত্যেকটি সদস্যদের নিজ নিজ অংশ প্রতি মাসে জমা করলে সমিতির উন্নয়ন দ্রুত এগিয়ে যাবে। খাগড়াছড়ি জেলার এরকম সফলতা অর্জন করতে পেরেছে এমন সমিতির কার্য্যক্রম সম্পর্কে বক্তব্যে উল্লেখ করেন। ভাইবোনছড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির কার্যক্রম চালিয়ে নিতে হবে। খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আপনাদের সাথে সব সময় থাকবে, ভবিষ্যতেও থাকবে বলে তিনি আশ্বস্ত করেন। আগামী অর্থবছরের মধ্যে ভাইবোনছড়া ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতির নিজস্ব ভবন নির্মাণের প্রকল্পের আওতায় আনা হবে বলে তিনি প্রতিশ্রুতি দেন। 

বার্ষিক সাধারণ সভায় আরও বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, খাগড়াছড়ি জেলা সমবায় কর্মকর্তা উৎপল চাকমা, সদর উপজেলা সমবায় কর্মকর্তা জহির উদ্দিন, সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান বাঁশরী মারমা বিশেষ অতিথির বক্তব্য রাখেন।  

স্বাগত বক্তব্য রাখেন সমিতির কার্যকরী কমিটির সদস্য ও ভাইবোনছড়া মিলিনিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাতু মনি চাকমা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মংসানু মারমা।