

খাগড়াছড়ি প্রতিনিধিঃ খাগড়াছড়িতে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল এর ১৬৭ তম জন্মদিন ও বিপি উদযাপন করেছে বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার।
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় খাগড়াছড়ি জেলা স্কাউটস ভবনের হলরুমে বিপি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলা রোভারের উদ্যোগে বিপির জীবনী ও তার কীর্তির ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতার জন্মদিন ও বিপি দিবস কেক কাটার মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।
আলোচনা সভায় খাগড়াছড়ি জেলা রোভারের সম্পাদক মোঃ দুলাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা রোভার নির্বাহী কমিটির গ্রুপ সভাপতি প্রতিনিধি অধ্যাপক জহিরুল ইসলাম, জেলা রোভারের কোষাধ্যক্ষ রবিউল ইসলাম, রোভার স্কাউট লিডার প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা রোভার নির্বাহী কমিটির আরএসএল প্রতিনিধি মোঃ দিদারুল আলম (রাফি) প্রমুখ।
উল্লেখ্য, প্রতি বছরের ২২ ফেব্রুয়ারি স্কাউটস আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনসন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল জন্মদিন ও বিপি দিবস উদযাপন করে আসছে বাংলাদেশ স্কাউটস, খাগড়াছড়ি জেলা রোভার এবং জেলা রোভার এর আওতাধীন সকল ইউনিট। এছাড়া বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এই দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়।