খাগড়াছড়িতে শিশু সুরক্ষা বিষয়ক আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত

।।খোকন বিকাশ ত্রিপুরা, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে ওয়াইমুভস প্রকল্প এবং জাবারাং কল্যাণ সমিতি’র উদ্যোগে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র কারিগরি সহায়তায় যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক আন্তঃ প্রজন্ম সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (২২ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় পেরাছড়া ইউনিয়ন পরিষদ হলরুমে এ আন্তঃ সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুষ্মিতা খীসা।

এ উপলক্ষ্যে আলোচনা সভায় জাবারাং কল্যাণ সমিতি’র প্রোগ্রাম কো-অর্ডিনেটর বিনোদন ত্রিপুরা’র সঞ্চালনায় অতিথিরা বাল্যবিবাহ কুফল,বাল্যবিবাহের আইন,বাল্যবিয়ে প্রতিরোধ বিষয়, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার এবং শিশু সুরক্ষা বিষয়ক আন্তঃপ্রজন্ম বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক বিষয়ে আলোকপাত করা হয়।

এ সময় খাগড়াছড়ি সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী, পেরাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিম্ভিস্বার খীসা, জাবারাং’র প্রজেক্ট অফিসার দোলন দাশসহ এনসিটি’র সদস্য ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।