খাগড়াছড়িতে রমজানের প্রথম দিনে এতিমখানার ছাত্রদের সাথে পুলিশ সুপারের ইফতার

।। নিজস্ব প্রতিনিধি।।
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই এতিমখানার ছাত্রদের সাথে ইফতার করেছেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।

মঙ্গলবার (১২ মার্চ ) খাগড়াছড়ি জেলার পূর্ব ইসলামপুর দারুলউলুম আলিমুল ইসলাম মাদ্রাসা ও এতিমখানায়, খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর উদ্যোগে অত্র মাদ্রাসার এতিম ছাত্রদের জন্য ইফতার এর আয়োজন করা হয়।

পরবর্তীতে তিনি এতিম ছাত্রদের সাথে দোয়া ও মুনাজাত এ অংশগ্রহণ করেন এবং এতিম ছাত্রদের নিজ হাতে ইফতার বণ্টন করেন এবং তাদের সাথে ইফতার করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মোঃ জসীম উদ্দিন, পিপিএম, সদর থানার অফিসার ইনচার্জ মোঃ তানভীর হোসেন, মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক এবং এতিম শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।