খাগড়াছড়িতে রাতের আঁধারে শীতার্তদের পুলিশ সুপারের কম্বল বিতরণ

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়িতে অসহায় ছিন্নমূল শীতার্ত মানুষের মাঝে রাতের আঁধারে শীতবস্ত্র বিতরণ করেন পুলিশ সুপার।

আজ রবিবার (৩১ডিসেম্বর) রাতের আঁধারে খাগড়াছড়ি শহরের শপলা চত্তর, চেঙ্গী স্কায়ার, বায়তুশ শরফ সহ বিভিন্ন স্থানে অসহায় দুস্থ ছিন্নমূল ভাসমান শীতার্ত মানুষদেরকে রাতের আঁধারে খুঁজে বের করে শীতবস্ত্র (কম্বল) তুলে দেন পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)।

কম্বল (শীতবস্ত্র) বিতরণ কালে এসপি বলেন, গত কয়েকদিন ধরে জেলায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। তারা যাতে কষ্ট না পায় সে জন্য জেলা পুলিশের উদ্যোগে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ছিন্নমূল ভাসমান মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলাম। সমাজে যারা আর্থিকভাবে স্বাবলম্বী তাদেরকে এগিয়ে আসা উচিৎ।পুলিশের দায়িত্ব পালনের পাশাপাশি আমরা এ কাজগুলো করে থাকি। জেলায় যেখানেই ছিন্নমূল ভাসমান মানুষ থাকবে সেখানেই জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হবে। এটা অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ জসীম উদ্দিন পিপিএম, সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার অফিসারগণ।