খাগড়াছড়িতে রোটারি ক্লাব অব হিট টাউনের কম্বল বিতরণ

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে রোটারি ক্লাব অব হিট টাউনের উদ্যোগে অসহায় শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

গতকাল সোমবার (৫ফেব্রুয়ারি) সকাল সাড়ে দশটায় প্রায় দুই শতাধিক অসহায়দের মাঝে এ কম্বল বিতরণ করা হয়।

বিতরণকালে খাগড়াছড়ি পৌরসভার প্রাক্তন মেয়র ও রোটারিয়ান প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ রফিকুল আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আখতার উদ্দিন মামুন, সোমবার সকাল সাড়ে ১০টায় ২ শতাধিক সুদর্শন দত্ত প্রমুখ।