

সোহানুর রহমান, প্রতিনিধি: বাংলাদেশ স্কাউট, রোভার অঞ্চলের সুবর্ণ জয়ন্তী রোভার মুট উপলক্ষ্যে গুনগত রোভারিং এর মান উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়িতে রোভার স্কাউটদের ডে-ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি জেলা স্কাউট ভবনে শতাধিক রোভার ও গার্ল ইন রোভারেরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জেলার এই ডে-ক্যাম্পের শুরু হয়।।
দিনব্যাপী ডে ক্যাম্পের উদ্বোধন করেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শানে আলম।
তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ, ঘূর্ণিঝড়, বন্যা, অগ্নিদুর্ঘটনা ও শীতার্ত মানুষের সেবায় স্কাউটদের কর্মকাণ্ডের অবদান রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় অধিক হারে বৃক্ষরোপণের লক্ষ্যে স্কাউটদের আরো বেশি করে সম্পৃক্ত করার জন্য অনুরোধ করছি। আশা করি, রোভারিং সেবাধর্মী কাজ আরো বিস্তৃত হবে।’
উক্ত ডে-ক্যাম্প চিফ খাগড়াছড়ি জেলা রোভার সম্পাদক মোঃ দুলাল হোসেন বলেন, ‘সুবর্ণ জয়ন্তী ডে ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার ও গার্ল ইন রোভারদের রোভারিং সম্পর্কিত বিভিন্ন বিষয়ে হাতে কলমে দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে শেখানো হয়।’
এ সময় রোভার স্কাউট লিডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুল লতিফ, প্রভাষক পিআরএস বোরহান উদ্দিন, সহ সভাপতি খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মামুন হোসেন, কুজেন্দ্র মল্লিকা মর্ডান কলেজের অধ্যক্ষ সাধন ত্রিপুরা, জেলা রোভারের যুগ্ম- সম্পাদক কিউট চাকমা, মাইনী রোভারের আরএসএল রবিউল আওয়াল, জেলা মিডিয়া উপ- প্রধান সোহানুর রহমান প্রমুখ।
পরে বিকালে ডে- ক্যাম্পের সমাপ্তি হলে অংশগ্রহণকারী রোভার ও গার্ল ইন রোভারদের মাঝে সনদ বিতরণ করা হয়।