

নিজস্ব প্রতিবেদক।।
পাহাড়ে বছরের প্রথম দিনে কোমলমতি শিশুদের মুখে হাসি। নিজ নিজ মাতৃভাষায় নতুন বই পেয়ে উচ্ছ্বসিত খুদে শিক্ষার্থী। সারাদেশের ন্যায় পার্বত্য জেলা খাগড়াছড়ির স্কুলে স্কুলে বই উৎসব হয়েছে।
সোমবার সকালে জেলা সদরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসবের উদ্বোধন করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

খাগড়াছড়ির সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকতা মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বলেন, “বছরে শুরুতে আমরা শতভাগ শিক্ষার্থীর মাঝে বই বিতরণ করেছি; কোনো ঘাটতি নেই। এছাড়া এখানে মাতৃভাষায় রচিত বইও দেওয়া হয়েছে। মাতৃভাষায় শিক্ষার্থীদের পাঠদানের জন্য প্রশিক্ষিত শিক্ষক রয়েছেন। পাঠদান ব্যাহত হবে না।”
তিনি বলেন, “জেলায় প্রাথমিক বিদ্যালয়ে ১ লাখ ৭ হাজার ৪২৪ জন শিক্ষার্থীর মাঝে ৪ লাখ ৩০ হাজার ৩৬৭টি নতুন বই বিতরণ করা হয়।”
উৎসব অনুষ্ঠানে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরীর সভাপতিত্বে বই উৎসবে আরও ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তার, পার্বত্য জেলা পরিষদের সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক নীলোৎপল খীসা, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ুয়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন।

জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, বছরের প্রথম দিনে খাগড়াছড়ির ৩৮ হাজার ২৯১ জন ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশু শিক্ষার্থীর মাঝে তাদের মাতৃভাষায় রচিত নতুন বই বিতরণ করা হয়েছে।
এ সময় প্রাক-প্রাথমিক থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত চাকমা, মারমা ও ত্রিপুরা শিক্ষার্থীদের মাতৃভাষায় ভাষায় রচিত ১ লাখ ৫ হাজার ১১২টি বই বিতরণ করা হয়। এর মধ্যে চাকমা ভাষার শিক্ষার্থী ১৬ হাজার ১৪৮ জন, মারমা ভাষার শিক্ষার্থী ১০ হাজার ৬৫ জন এবং ত্রিপুরা ভাষার শিক্ষার্থী ১১ হাজার ৭১২ জন।