

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
শানে সাহাবা খতিব কাউন্সিল বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (২০জানুয়ারি)সকাল ১০টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এর পরিচিতি সভা শুরু হয়।
সভায় জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও মাওলানা কাউসার আজিজীর সঞ্চালনায় জেলা সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলামসহ জেলা ও উপজেলা শাখার দায়িত্বশীলগণ আলোচনায় অংশগ্রহণ করেন ।
সভাপতির বক্তব্যে মাওলানা ইমামুদ্দিন কাসেমী বলেন, শানে সাহাবা খতিব কাউন্সিল সারাদেশে ইমাম- খতিব ও খাদেমদের কল্যাণে অগ্রণী ভূমিকা পালন করছে। এ স্বেচ্ছাসেবী সংগঠনকে সহযোগিতার করা সকলের নৈতিক দায়িত্ব।