খাগড়াছড়িতে ২৭টি দল নিয়ে কেজিসি স্পোর্টস (অ-১৪) ক্রিকেট টুর্নামেন্ট শুরু

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক,খাগড়াছড়ি প্রতিনিধি:
তরুণ ক্রিকেটারদের প্রতিভা বিকাশে খাগড়াছড়িতে শুরু হয়েছে মাসব্যাপি “কেজিসি স্পোর্টস (অ-১৪) ক্রিকেট টুর্নামেন্ট”। জেলার ইতিহাসে এই প্রথমবারের মতো একসাথে ২৭টি দল অংশ নিচ্ছে এমন প্রতিযোগিতায়।

রবিবার বিকেলে খাগড়াছড়ি সদর উপজেলা মাঠে রঙিন আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের সদস্য ও টুর্নামেন্টের আয়োজক মো. মাহাবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. নোমান হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহফুজ, জেলা পরিষদের সদস্য নিটোল মনি চাকমা, প্রফেসর মো. আব্দুল লতিফ, অনিময় চাকমা, বঙ্গমিত্র চাকমা, মো. শহীদুল ইসলাম সুমন ও জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মাদল বড়ুয়াসহ অন্যান্য অতিথিবৃন্দ।

ক্রিকেট উৎসবে মাতোয়ারা তরুণরা
খাগড়াছড়ি সদর মাঠে উদ্বোধনী দিনের খেলায় অংশ নিতে সকাল থেকেই ভিড় করেন কিশোর খেলোয়াড়রা। ব্যাট-বলের শব্দে মুখর হয়ে ওঠে মাঠ।
এক তরুণ খেলোয়াড় জানায়,“খাগড়াছড়িতে এর আগে অনেক টুর্নামেন্ট হয়েছে, কিন্তু এই রকম আয়োজন কখনো দেখিনি। এমন টুর্নামেন্ট নিয়মিত হলে আমাদের মতো তরুণরা মোবাইল গেমস আর মাদকের আসক্তি থেকে দূরে থাকবে।”

দর্শকরাও উচ্ছ্বসিত। কেউ পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে এসে উপভোগ করছেন ভবিষ্যতের ক্রিকেট তারকাদের খেলা।

খেলাধুলা তরুণদের সঠিক পথে রাখে;
উদ্বোধনী বক্তব্যে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন শুধু বিনোদনের নয়-তরুণদের জীবনে শৃঙ্খলা ও ইতিবাচক মানসিকতা গড়ে তোলে।

জেলা পরিষদের চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা বলেন,“এই বয়স থেকেই খেলোয়াড়দের সঠিক দিকনির্দেশনা দিলে তারাই একদিন জাতীয় পর্যায়ে খাগড়াছড়ির নাম উজ্জ্বল করবে।”

আয়োজক মো. মাহাবুব আলম বলেন, “আমাদের উদ্দেশ্য শুধু খেলা নয়,তরুণদের মাদক, মোবাইল গেমসের আসক্তি ও নেতিবাচক কাজ থেকে দূরে রাখা। খেলাধুলা তরুণদের জীবনে শৃঙ্খলা ও আত্মনিয়ন্ত্রণ শেখায়।”

২৭ দলের লড়াই, এক মাসব্যাপী উৎসব:
টুর্নামেন্টে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত ২৭টি দল অংশ নিচ্ছে। মাসব্যাপী চলবে খেলা, যার মাধ্যমে বাছাই করা হবে জেলার সেরা প্রতিভাবান কিশোর ক্রিকেটাররা।

এ আয়োজনকে কেন্দ্র করে খাগড়াছড়ির ক্রীড়াঙ্গনে তৈরি হয়েছে নতুন উদ্দীপনা। স্থানীয় ক্রীড়াবিদদের মতে, এই উদ্যোগ তরুণ প্রজন্মের মধ্যে নতুন করে ক্রিকেটের আগ্রহ জাগিয়ে তুলবে।

আগামী দিনের স্বপ্ন:
খাগড়াছড়ির কিশোরদের হাতে এখন ব্যাট-বল। তাদের স্বপ্ন জাতীয় দলে খেলার। “কেজিসি স্পোর্টস (অ-১৪)” টুর্নামেন্ট হয়তো সেই স্বপ্ন পূরণের প্রথম ধাপ-যেখান থেকে উঠে আসবে আগামী দিনের সম্ভাবনাময় ক্রিকেটাররা।