

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলার সিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় শয়ন শীল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার সেনাবাহিনী খাগড়াছড়ি। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। লোমহর্ষক এই ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। এর প্রতিবাদে বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
গত মঙ্গলবার রাতে প্রাইভেট থেকে ফেরার পথে ওই ছাত্রী ধর্ষণের শিকার হয়। অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে চিকিৎসাধীন। ভুক্তভোগীর বাবা অজ্ঞাতনামা তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেছেন।
খাগড়াছড়ি সদর থানার ওসি মো. আব্দুল বাতেন মৃধা জানান, সেনার সহায়তায় শয়ন শীলকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করা হবে।
এদিকে, বিএনপি খাগড়াছড়ি জেলা শাখার পক্ষ থেকে নিন্দা জানানো হয়। অপর দিকে পার্বত্য চট্টগ্রাম সম-অধিকার আন্দোলন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে এবং অবিলম্বে সব অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে।