খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত এর সাথে ‘দৈনিক আলোকিত পাহাড়’ পত্রিকা পরিবারের সৌজন্য সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি::
খাগড়াছড়ি পার্বত্য জেলা থেকে প্রকাশিত দৈনিক আলোকিত পাহাড় পত্রিকার পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ২৪ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাতে পত্রিকার সম্পাদক মুহাম্মদ সাজু মিয়া, জেলা ও উপজেলার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন, জেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের স্বচ্ছতা ও জনসেবামূলক উদ্যোগগুলোকে সফল করতে সংবাদমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যসমৃদ্ধ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে জেলার অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন। তথ্যের সঠিকতা, পেশাদারিত্ব ও ইতিবাচক সংবাদ প্রকাশে সবাইকে উৎসাহিত করেন এবং পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন। একইসঙ্গে তিনি উন্নয়নধর্মী উদ্যোগ বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি জেলাবাসীর সহযোগিতাকেও অপরিহার্য বলে উল্লেখ করেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে আলোকিত পাহাড় পরিবারের পক্ষ থেকে জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয় এবং আগামীতেও ইতিবাচক ও গঠনমূলক সংবাদ পরিবেশনের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সৌজন্য সাক্ষাতকালের উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফেরদৌসী বেগম ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ।