খাগড়াছড়ির নবাগত জেলা প্রশাসকের সঙ্গে মানিকছড়িতে মতবিনিময় সভা

মানিকছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আনোয়ার সাদাতকে বরণ করে নিয়ে উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩টায় মানিকছড়ি উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুঁইয়া।
সভাটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা। শুরুতে স্বাগত বক্তব্য দেন জুলাই গণঅভ্যুত্থানে আহত লায়লা আক্তার লিসা। পরে বক্তব্য রাখেন— সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মোঃ মাজহার হোসেন রাব্বানী, উপজেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য নুরুজ্জামান মাস্টার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. মনিরুজ্জামান, এনসিপি আহ্বায়ক মোঃ এস এম জাহাঙ্গীর হোসেন এবং শিক্ষক সমিতির প্রতিনিধি শিক্ষক সাজাইহ্লা চৌধুরী। এছাড়া বক্তব্য দেন মানিকছড়ি বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি রতন পাল।
সভায় আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান কুমার সুইচিংপ্রু সাইন, জেলা পরিষদ সদস্য সাথোয়াইপ্রু চৌধুরী, মারমা ঐক্য পরিষদের সভাপতি আপ্রুসি মগ, সাধারণ সম্পাদক আম্যে মগ, মারমা যুব ঐক্য পরিষদের সভাপতি উষাজাই মারমা।
এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, রাজনৈতিক দলের প্রতিনিধি, শিক্ষাবিদ, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা সভায় অংশ নেন।
নবাগত জেলা প্রশাসক মোঃ আনোয়ার সাদাত বলেন,“খাগড়াছড়ি জেলায় শাসক নয়, জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। দক্ষতা, সততা ও জনসেবার মান বাড়িয়ে জেলার উন্নয়ন ত্বরান্বিত করা হবে। অগ্রগতি, সুশাসন ও প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল করা হবে।”
মতবিনিময় সভায় পাহাড়ের সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষাবিষয়ক এবং সার্বিক উন্নয়নকার্য নিয়ে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। সুশীল সমাজের প্রতিনিধিরা স্থানীয় সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।