
স্টাফ রিপোর্টার, খাগড়াছড়ি।।
খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নে পল্টনজয় পাড়ায় ‘আর নয় বাল্যবিবাহ এই হোক আমাদের শপথ” এ স্লোগানে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ (২৫ নভেম্বর-১০ ডিসেম্বর)’র সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার বিকালে পল্টনজয় পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় সিডার অর্থায়নে এ সভার আয়োজন করেন জাবারাং কল্যাণ সমিতির ওয়াই মুভস প্রকল্প।
ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ), পেরাছড়া ইউনিয়ন শাখার সদস্য শিশু রানী ত্রিপুরার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক সুস্মিতা খীসা। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন পেরাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তপন বিকাশ ত্রিপুরা, স্থানীয় ইউপির সংরক্ষিত মহিলা সদস্য চনিতা ত্রিপুরা, পল্টনজয় পাড়ার মহিলা কার্বারী কর্ণ বালা ত্রিপুরা, চেলাছড়া পাড়ার মহিলা কার্বারী শ্রাবণী ত্রিপুরা, ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরামের পেরাছড়া ইউনিয়ন শাখার সভাপতি জবা ত্রিপুরা প্রমুখ।

সভায় জাবারাং কল্যাণ সমিতি-ওয়াই মুভস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা দোলন দাশ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন পেরাছড়া-এনসিটিএফ’র সাবেক সহ-সভাপতি রৌদ্র ত্রিপুরা।
সভায় বক্তারা বলেন, অল্প বয়সে বিয়ে না দিয়ে ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে তুলতে হবে। অপরিপক্ক অবস্থায় বিয়ে দিলে মানসিক ও শারীরিকভাবে বাধাগ্রস্ত হয়। এতে করে সমাজে-রাষ্ট্রে বিভিন্ন সমস্যায় পড়ে। এছাড়াও দেশের উন্নয়নে বাধা হয়ে দাঁড়ায়। তাই বাল্যবিয়ে বন্ধে সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ ও এগিয়ে আসার আহবান জানান। সভা শেষে ‘আর নয় বাল্যবিবাহ এই হোক আমাদের শপথ” নিয়ে উপস্থিত সকলে উন্মুক্ত বোর্ডে স্বাক্ষর করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন পেরাছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রশান্ত ত্রিপুরা, স্থানীয় ইউপি সদস্য নিলাংকু ত্রিপুরা, সংবাদকর্মী দহেন বিকাশ ত্রিপুরা, খোকন বিকাশ ত্রিপুরাসহ স্থানীয় কিশোর-কিশোরী এবং অভিভাবকগণ।