খাগড়াছড়ির ভাইবোনছড়াতে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার পথ সভা

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
বিএনপি জন্মসূত্রেই হত্যার রাজনীতিতে অভ্যস্ত। ২০০১ সালে ক্ষমতায় এসে খাগড়াছড়িতে ত্রাসের রাজনীতি কায়েম করেছিলো। ১৯৯৭ সালে শান্তিচুক্তির পর বলেছিলো পার্বত্য চট্টগ্রাম ভারত হয়ে যাবে। মসজিদে উলুধ্বনি হবে। মানবতার বিরুদ্ধে অপরাধকে উস্কে দিয়েছিলো। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য আবারও মানবতা বিরোধী সন্ত্রাসের পথ বেছে নিয়েছে।

আজ সোমবার (পহেলা জানুয়ারি) সকালে সদর উপজেলার ভাইবোনছড়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা এসব কথা বলেন।

ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মংসানু মারমার সঞ্চালনায় ভাইবোনছড়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি রতন বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম, পাজেপ সদস্য ক্যজরী মারমা, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, সদর উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, ভাইবোনছড়া ইউপির প্রাক্তন চেয়ারম্যান পরিমল ত্রিপুরা সহ অন্যান্যরা।

এর আগে কুজেন্দ্র লাল ত্রিপুরা সদর উপজেলার দেওয়ান পাড়া এলাকায় আরেকটি পথসভায় বক্তব্য রাখেন।