
সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ি-দীঘিনালা সড়কে দুর্ঘটনায় আব্দুল মতিন (৪৫) নামে এক রিসোর্ট মালিকের মৃত্যু হয়েছে। এতে একই পরিবারের আরো ০৫ জন গুরুতর আহত হয়েছে।
রবিবার (২৪ ডিসেম্বর) বিকালে খাগড়াছড়ির দীঘিনালা সড়কের ০৮ মাইল এলাকায় চাঁদের গাড়ি (জীপ) ও সিএনজি মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। নিহত মতিন ও তার পরিবারের সদস্যরা সিএনজিতে ছিলেন।
নিহত আব্দুল মতিন রাঙামাটির সাজেক থানার বঙ্গলতলী এলাকার করেঙ্গাতলী বাজারের মৃত আনোয়ার হোসেনের ছেলে। তিনি সাজেক পর্যটন এলাকার রিসোর্ট ও বিসমিল্লাহ্ হোটেলের মালিক।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদের গাড়ি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহতদের তাৎক্ষনিক উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মতিনকে মৃত ঘোষনা করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. তানভীর হাসান বলেন, ‘সাজেক— খাগড়াছড়ি সড়কের ০৮ মাইল এলাকায় চাঁদের গাড়ি (জীপ) ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ হয়। এতে আব্দুল মতিন নিহত ও তার পরিবারের ০৫ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় সিএনজি ও জীপ থানায় আটক হয়েছে। ঘটনার পর থেকে উভয় ০২টি গাড়ির চালক পলাতক রয়েছে।’আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।