

স্টাফ রিপোর্টার।।
খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১৭ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা।
শুরুতে অত্র বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জগদীশ সরকারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংপ্রু মারমা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অ. দা) ও খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম মোসলেম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মনিরুজ্জামান চৌধুরী, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ সফর আলী প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এস এম মোসলেম উদ্দিন, ছাত্র-ছাত্রী অভিভাবকের উদ্দেশ্যে বলেন, খেলাধুলাসহ সুস্থ সাংস্কৃতিক চর্চা সৃষ্টিশীল প্রজন্ম গঠনে কার্যকর ভূমিকা রাখে। খেলাধুলা মানসিক বিকাশ ও শরীর গঠনে সহায়তা করে। ক্রীড়ার মাধ্যমে খেলোয়াড় সুলভ মনোভাব তৈরির দ্বার উন্মুক্ত হয়। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশু ও যুবদের পর্যায়ে এর মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে। আগামীতে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আজকের শিক্ষার্থীরাই ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির দাতা সদস্য ও খাগড়াছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সাধারণ সম্পাদক মোঃ মনির আহমেদ বলেন, স্থানীয় ছেলে-মেয়েরা লেখা-পড়া করে সুশিক্ষায় শিক্ষিত হয়ে খাগড়াছড়ি জেলাকে আধুনিক স্মার্ট জেলা গঠনে অবদান রাখবে। এমন চিন্তা থেকেই শিক্ষার মানউন্নয়নে নিজের জায়গা এ বিদ্যালয়ে দান করা হয়েছে। তিনি আশা প্রকাশ করে বলেন- ভবিষ্যতে সুযোগ পেলে এ জেলাকে সাজাতে অগ্রনী ভূমিকা পালন করবেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুহাম্মদ সাজু, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির প্রাক্তন সভাপতি পূর্ণ মনি ত্রিপুরা (কার্বারী), পেরাছড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য চায়না ত্রিপুরা, ইউপি সদস্য ম্রাসাথোয়াই মারমা, সহ অত্র বিদ্যালয় শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্র-ছাত্রীবৃন্দ।