খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের শপথ ও পরিচিতি সভা অনুষ্ঠিত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।।
পার্বত্য খাগড়াছড়ি জেলার ওলামায়ে কেরামের সর্ববৃহৎ সংগঠন খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ এর ২০২৩-২৫ সেশনের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ বৃহস্পতিবার ((২৫জানুয়ারী)) সকাল ১১ টায় জেলা শহরের এফ,এন,এফ রেস্টুরেন্টের হল রুমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ সভা শুরু হয়।

পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনির সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের উপদেষ্টা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, মাওলানা হাবীবুল্লাহ জাহাঙ্গীর, মাওলানা নুর মুহাম্মদ, পরিষদের সিনিয়র সহসভাপতি মাওলানা আখতারুজ্জামান ফারুকী, সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামিম, সহ সভাপতি মাওলানা অহিদুর রহমান, হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক, সহকারী সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা শাব্বির মাহমুদ,যুগ্ম সাংগঠনিক সম্পাদক হাফেজ আশরাফ আলী,প্রচার সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান, দফতর সম্পাদক মাওলানা দেলোয়ার হোসাইন, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা বশির উদ্দিনসহ নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ৫৫সদস্য বিশিষ্ট কমিটির পরিচিতি পর্ব শেষে শপথ পড়ানোর মাধ্যমে দায়িত্বশীল মধ্যে দায়িত্ব হস্তান্তর করেন খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনী। তিনি আগামী এক বছরের পরিকল্পনা ঘোষণা করেন ।

পরে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মার সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।