

নিজস্ব প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন।
গত রোববার (৪ফেব্রুয়ারি) সকাল দশটায় জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে মাসিক কল্যাণ সভায় এ সম্মাননা স্মারক ও সনদ দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার)। এসময় গুইমারা থানার অফিসার্স ইনচার্জ মোঃ আরিফুল আমিনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন তিনি।
এছাড়া শ্রেষ্ঠ এসআই হিসেবে এস আই জহিরুল ইসলাম এবং শ্রেষ্ঠ এএসআই হিসেবে এএসআই মোঃ শাহনেওয়াজ নির্বাচিত হয়েছেন।
পুরষ্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় মোঃ আরিফুল আমিন বলেন, পেশাদারিত্বের সর্বোচ্চ দিয়ে টিম গুইমারা অপরাধ ও অপরাধীদের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে। গুইমারাবাসীর সহযোগিতা নিয়ে কাজ করে যাবো,মাদক সন্ত্রাস ও অপরাধ মুক্ত গুইমারা গড়তে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
জেলা পুলিশ সূত্র জানায়, গেলো জানুয়ারি মাসের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক উদ্ধার, চোরাচালান প্রতিরোধ, অপরাধ দমন, অপরাধীদের আটক, মামলা গ্রহণ, বিচারে সহায়তা, অপরাধীদের তথ্য সংগ্রহ ও প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়াসহ বিভিন্ন দায়িত্ব পালন করায় খাগড়াছড়ি জেলা পুলিশের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন গুইমারা থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন।