

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি জেলা তথ্য অফিসের আয়োজনে সদর উপজেলার পেরাছড়া ইউনিয়নের তংথাক পাড়ায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক উন্মুক্ত বৈঠক অনুাষ্ঠিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি/২০২৪ খ্রি. বিকাল ৪টায় খাগড়াছড়ি জেলা তথ্য অফিসার মোঃ বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কলের মাধ্যমে যুক্ত স্মার্ট বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, বাল্যবিবাহ ও গুজব প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) হাসিনা আক্তার।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ রাজিব দে। তিনি জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম তুলে ধরেন এবং সরকারি খরচে আইনি সহায়তার বিষয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন মাঠ সংগঠক পলিসি ত্রিপুরা এবং পাড়াকর্মী নাইম্যাউ মারমা।
অনুষ্ঠানের শুরুতে গরীব দুখীর মামলার ব্যয় বাংলাদেশ সরকার দেয় এবং সরকারের উন্নয়ন কর্মকান্ড বিষয়ে আমার সোনার বাংলা শীর্ষক সচেতনতামূলক চলচ্চিত্র প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে পাড়ার জনসাধারণ অংশগ্রহণ করেন।
উপস্হিতির মাঝে সচিত্র বাংলাদেশ পুস্তিকা এবং সরকারি আইনি সহায়তা সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়।