

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
খাগড়াছড়িতে পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জেলার অসচ্ছল ও অসহায়দের মাঝে মোট ১০ হাজার শীতবস্ত্র (কম্বল) বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে পার্বত্য জেলা পরিষদের কমিউনিটি প্রশিক্ষণ কেন্দ্র প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নবনিযুক্ত প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা সহ পরিষদের সদস্যবৃন্দ।