খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ভুয়াছড়ি ওয়াজেদ টিলায় মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন, মাইক সামগ্রী বিতরণ

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি।।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে নির্মাণাধীন সদর উপজেলার ভুয়াছড়ি ওয়াজেদ টিলায় মসজিদ ও মাদ্রাসা পরিদর্শন করা হয়েছে। পাশাপাশি মসজিদের জন্য নতুন মাইক সামগ্রী বিতরণ করা হয়।

বুধবার (৫ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য, জনস্বাস্থ্য প্রকৌশলী, যুব উন্নয়ন অধিদপ্তর ও ক্রীড়া বিভাগের আহ্বায়ক মাহবুবুল আলম মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাদের পাঠদান কার্যক্রমসহ সার্বিক খোঁজখবর নেন।

এ সময় তিনি বলেন,“মানসম্মত ধর্মীয় শিক্ষা ও নৈতিক মূল্যবোধ বিকাশে মাদ্রাসাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলো এগিয়ে গেলে সমাজ আলোকিত হয়।”

পরিদর্শনকালে তিনি মসজিদের নির্মাণ কাজের অগ্রগতি ঘুরে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি তিনি স্থানীয় জনগণকে ধর্মীয় ও সামাজিক কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

স্থানীয় মুসল্লি ও এলাকাবাসী জানান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় মসজিদ ও মাদ্রাসার উন্নয়ন কাজ দ্রুত এগিয়ে চলছে, যা দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, ধর্মপ্রাণ মুসল্লি ও মাদ্রাসার শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মাহবুবুল আলম বলেন, “ধর্মীয় ও মানবিক শিক্ষা একসাথে এগিয়ে নিতে পারলেই প্রকৃত সমাজ পরিবর্তন সম্ভব।”

উল্লেখ্য, ওয়াজেদ টিলা এলাকায় নতুন এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্স নির্মিত হলে স্থানীয় মুসল্লিদের নামাজ আদায় এবং শিক্ষার্থীদের ধর্মীয় শিক্ষা গ্রহণের সুযোগ আরও সম্প্রসারিত হবে।