

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিতেন বড়ুয়ার পিতা কিরণ রঞ্জন বড়ুয়া (৮৪) এর মৃত্যুতে শোক জানিয়েছেন খাগড়াছড়ি আসনের সাংসদ ও পার্বত্য প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা প্রশাসক সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার), খাগড়াছড়ি পৌরসভার মেয়ার নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি প্রেসক্লাব, খাগড়াছড়ি হতে প্রকাশিত দৈনিক অরণ্যবার্তা সম্পাদক চৌধুরী আতাউর রহমান রানা, দৈনিক সবুজ পাতার দেশ পত্রিকা সম্পাদক মো: জুলহাস উদ্দিন, সাপ্তাহিক আলোকিত পাহাড় পত্রিকা পরিবারসহ স্থানীয় সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
গতকাল বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারী সকাল ৯টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি সদর হাসপাতালে কিরণ রঞ্জন বড়ুয়া (৮৪) শেষনিঃশ্বাস ত্যাগ করেন। পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।
কিরণ বড়ুয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। তিনি বিএডিসির খাগড়াছড়ির উপ-পরিচালক হিসেবে দায়িত্ পালন করেন। বেশ কয়েক মাস যাবত তিনি শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।
কিরণ রঞ্জন বড়ুয়া স্ত্রী, তিন ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।