

প্রতিনিধি, খাগড়াছড়ি।।
আসন্ন ৭জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ নং খাগড়াছড়ির সংসদীয় আসনে নৌকা প্রার্থীর সমর্থনে গণসংযোগ ও প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ডিসেম্বর) বিকেলে জেলা সদর উপজেলার সাতভাইয়া পাড়া এলাকায় এ প্রচারণা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের নির্বাচনী প্রধান এজেন্ট ও জেলা আ’লীগের সহ-সভাপতি চাইথোঅং মারমা।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শওকত উল ইসলাম, জেলা আ’লীগের কার্যনির্বাহী সদস্য মনির আহমেদ, সাধারণ সম্পাদক জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম প্রমুখ।
এসময় সংশ্লিষ্ট পাড়ার কারবারী ও জনপ্রতিনিধিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।