খাগড়াছড়ি সদর মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি সদর উপজেলায় মারমা মহিলা ঐক্য পরিষদের কাউন্সিলে ও বর্নাঢ্য র‍্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত। র‍্যালিটি টাউন হল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়কের প্রদক্ষিন করে একই স্থানের এসে আলোচনা সভা মিলিত হয়।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউন্সিলে আলোচনা সভা খাগড়াছড়ি সদর শাখা সদস্য সচিব মিনুচিং মারমা ও যুব জেলা কমিটি ভারপ্রাপ্ত চাইহ্ণাপ্রু মারমা সঞ্চালনায় বাংলাদেশ মারমা মহিলা ঐক্য পরিষদ আহ্বায়ক কমিটি ম্রাচাই মারমা সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মারমা ঐক্য পরিষদের প্রতিষ্ঠাতা ও স্থায়ী কমিটির চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য কংজপ্রু মারমা, সাথোয়াইপ্রু চৌধুরী, খাগড়াছড়ি জেলা কমিটি জাতীয়তাবাদী মহিলাদলে সভানেত্রী কহেলি দেওয়ান, খাগড়াছড়ি প্রেসক্লাব সাধারণ সম্পাদক এইচ এম প্রফুল্ল, খাগড়াছড়ি জেলা কমিটি সভাপতি কংচাইরী মাষ্টার, সাংগঠনিক সম্পাদক রুমেল মারমা, সদর উপজেলার বিভিন্ন মারমা সমিতি সদস্যরা এ কাউন্সিলে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি ম্রাসাথোয়াই মারমা তার বক্তব্যে বলেন, এক সময় খাগড়াছড়ি জেলাতে মারমা সম্প্রদায়ে সবচেয়ে ধন সম্পদশালী ছিল। কিন্তু বর্তমানে
পিছিয়ে থাকা জনগোষ্ঠীর মধ্যে মারমা সম্প্রদায় অন্যতম। তাদের উন্নয়ন ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখার জন্য প্রতিটি গ্রামে সমিতি গঠন করা হয়েছে । ঐক্যবদ্ধ উদ্যোগের মাধ্যমে নারীরা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

দ্বিতীয় পর্বে আলোচনা সভা শেষে ১০১ সদস্য বিশিষ্ট করে উপজেলা মারমা মহিলা ঐক্য পরিষদের কমিটি ঘোষণা করা হয়। এতে ম্রাচাই মারমাকে সভাপতি, মিনুচিং মারমাকে সাধারণ সম্পাদক এবং মিশ্যানু মারমাকে সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।