

খোকন বিকাশ ত্রিপুরা জ্যাক, খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজ’র উদ্যোগে বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১২ফেব্রুয়ারি) দুপুরে অত্র কলেজ মাঠে এ বার্ষিক ক্রীড়া এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার অনুষ্ঠিত হয়। এতে খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ শাহ আলমগীর’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবর উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু।
এ উপলক্ষ্যে আলোচনা সভায় অতিথিরা বলেন,খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা আমাদের লেখাপড়ার অংশ।শিক্ষা সমগ্র জাতির অগ্রগতির উপায় উদ্ভাবন, মানুষের সুপ্ত প্রতিভার উন্মোচন-প্রেরণা। দেহমনের সুশৃঙ্খল সামঞ্জস্য বিধানেই আছে মানুষের পূর্ণতার সন্ধান। খেলাধুলার আনন্দস্পর্শে দেহ-মন হয়ে উঠে সজীব ও প্রাণময়। আধুনিক শিক্ষা ব্যবস্থায় খেলাধুলা আর অনাদৃত নয়। শিক্ষা তাই সাবলীল স্বাচ্ছন্দ জীবনপ্রবাহে উদ্ভাসিত। মুক্তি ও আনন্দে উচ্ছলিত। শিক্ষার অন্যতম লক্ষ্য যদি হয় সুস্থ জীবনবোধের উজ্জীবন, তবে খেলাধুলার গুরুত্ব সেখানে সর্বাধিক বলে মন্তব্য করেন বক্তারা।

এ সময় বিশেষ অতিথি হিসেবর উপস্থিত ছিলেন রামগড় সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল লতিফ, খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ সরাফত হোসেন প্রমুখ। এছাড়াও খাগড়াছড়ি সরকারি মহিলা কলেজের প্রভাষক মোঃ জহিরুল ইসলামসহ অত্র কলেজের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।