

আবদুল আলী, গুইমারা।। “স্মার্ট বাংলাদেশ গড়ি,ভোক্তাদের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি”প্রতিপাদ্যে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা ও র্যালী অনুষ্ঠিত হয়।
১৫ মার্চ সকালে গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে গুইমারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় উপজেলা প্রশাসনের আয়োজনে নির্বাহী অফিসার রাজিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুইমারা বাজারের ব্যবসায়ী বিপ্লব বড়ুয়া, ঝন্টু পাল, জাহাঙ্গীর আলম, মশিউর রহমান তারেক, সুদত্ত বড়ুয়া, গুইমারা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ, সভাপতি নূরুল আলম, দাখিল মাদ্রাসার সুপার মাওলানা জায়নুল আবদীন, বাজার পরিচালনা কমিটির সদস্য যুবলীগ নেতা বিপ্লব কুমার শীল, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা প্রমূখ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা।
বক্তাগন তাদের বক্তব্যে গুইমারা বাজারে ভোক্তাদের অধিকার নিয়ে বিস্তারিত তুলে ধরে বলেন মাছ বাজারসহ সিন্ডিকেটের মাধ্যমে ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করা হচ্ছে। ভবিষ্যতে ভোক্তাদের অধিকার অক্ষুন্ন রাখতে প্রশাসনসহ জনপ্রতিনিধ, সাংবাদিকদের ভূমিকা রাখার আহ্বান জানান।