গুইমারাতে যথাযথ ভাবগাম্ভীর্যে মহান বিজয় দিবস পালন

প্রতিনিধি, গুইমারা।।
খাগড়াছড়ির গুইমারায় যথাযথ ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।

গতকাল শনিবার (১৬ডিসেম্বর) সকালে ৬টা ২২মিনিটে গুইমারা শহিদ মিনারে ৩১বার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসটির সূচনা করেন গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা।

পরে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা কমান্ডার, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, সামাজিক ও রাজনৈতিক সংগঠন।

পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে ঐতিহাসিক গুইমারা উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষার্থীদের পরিবেশনায় মুক্তিযুদ্ধের ডিসপ্লে প্রদর্শন করা হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন, ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, হাফছড়ি ইউপির চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউপির চেয়ার‌ম্যান রেদাক মারমা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজু চন্দ্র পাল, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফজাল হোসেনসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।