গুইমারায় তেলবাহী গাড়িতে আট লক্ষ টাকার চোরাই কাঠ জব্দ, আটক ২

নিজস্ব প্রতিনিধি।।
খাগড়াছড়ি জেলার গুইমারাতে তেলের গাড়ীতে অভিনব কায়দায় কাঠ পাচারের সময় কাঠসহ ২ জনকে আটক করেছে গুইমারা থানা পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) সকালে গুইমারা থানার বাইল্যাছড়ি নামক স্হান হতে বিভিন্ন সাইজের অনুমান ৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্ধা অভিনব কায়দায় তেলের ভাউচারে পাচারকালে শুল্ক ফাঁকির চেষ্টা মালামাল সহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত কাঠের আনুমানক বাজার মূল্য ৮,০০,০০০(আট লক্ষ) টাকা।

এদিকে ঘটনায় জড়িত সন্দেহে ০১। সুবল দে (২৩), পিতা-নিপু দে, সাং-কেউটিয়া, রমজান আলী হাট , থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম, ২) আব্দুল শুক্কুর(২৭), পিতা-মো: ইউসুফ মিয়া, সাং-চত্তারপাড়া, সোনা মিয়া ফকির বাড়ী, রাউজান পৌরসভা, থানা-রাউজান, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে আটক করা হযেছে।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গোপন সংবাদের ভিত্তিতে মাননীয় পুলিশ সুপার মহোদয়কে অবহিত করে তার নির্দেশনায় গুইমারা’র বাইল্যাছড়ি জোড়া ব্রিজ এলাকায় খাগড়াছড়ি টু চট্টগ্রাম সড়কের উপর হইতে তেলের ভাউচার(লরি) ভিতরে বিশেষ কায়দায় সু-কৌশলে কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত বিভিন্ন সাইজের অনুমান ৬৭৫টি সেগুন ও গোদা কাঠের রদ্দা অবৈধ ভাবে কর্তন করে সরকারী রাজস্ব ফাঁকি দিয়া সড়ক পথে পাচার কালে আটক পূর্বক জব্দ করা হয়।

ওসি আরো বলেন, উদ্ধারকৃত কাঠ, গাড়ী ও আটককৃত ব্যক্তিদ্বয় পুলিশ হেফাজতে আছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন টিম গুইমারা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।