
মো. আবুল হাসেম, মাটিরাঙ্গা প্রতিনিধি।।
হঠাৎ করে তীব্র শীতে জনজীবন যখন স্থবির ঠিক তখনী খাগড়াছড়ির মাটিরাঙ্গার ছিন্নমূল, এতিম, অসহায়দের একটু উষ্ণতার পরশ দিতে শীতের রাত উপেক্ষা করে শীতবত্র নিয়ে ছুটে যান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ডেজী চক্রবর্তী।
বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাতের দিকে উপজেলার বিভিন্ন এতিমখানা, বিভিন্ন বাসা-বাড়ি ও সড়কের পাথে থাকা দরিদ্র শীতার্ত মানুষের খোঁজ খবর নিয়ে তাদের হাতে কম্বল তুলে দেন তিনি।
এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহমেদ উপস্থিত ছিলেন।
এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার মানবিক কর্মকান্ডে জন্য সকলে তাঁর প্রশংসায় পঞ্চমুখ।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা ডেজী চক্রবর্তী বলেন, ‘গরম কাপড় না থাকায় এসব ছিন্নমূল মানুষ শীতে কষ্ঠ পাচ্ছিলেন। তাদের কষ্ট কিছুটা হলেও দূর করতে রাতেই বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতার্ত মানুষ মাঝে কম্বল বিতরণ করেছি।’ আগামীতে ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।