জাতীয় বীমা দিবসে খাগড়াছড়িতে র‌্যালি ও আলোচনা সভা

।। স্টাফ রিপোর্টার ।।
খাগড়াছড়িতে জাতীয় বীমা দিবস উপলক্ষে ‘করবো বীমা গড়াবো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ‘ প্রতিপাদ্যে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে আজ শুক্রবার পহেলা মার্চ সকালে একটি র্যা লি জেলা প্রশাসক প্রাঙ্গন থেকে বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) নাজমুন আরা সুলতানা।

এসময় ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড খাগড়াছড়ি জোন প্রধান ইসমাঈল হোসেন সবুজের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবির সোহাগ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আতিকুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) জেলা শাখার সভাপতি সুদর্শন দত্ত সহ অন্যান্য বীমা কোম্পানির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা শেষে ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড খাগড়াছড়ি জোনের এক কোটি পাঁচ লক্ষ টাকার বীমা দাবীর চেক হস্তান্তর এবং দিবস উপলক্ষে বীমা রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন অতিথিরা।

উল্লেখ্য, বীমা বিষয়ে জনসাধারণের সচেতনতা বাড়ানোসহ আরও বেশি সংখ্যক মানুষকে বীমায় সম্পৃক্ত করতে দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে। ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পূর্ব পাকিস্তানে আলফা লাইফ ইন্স্যুরেন্সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যোগদান করেন। ওই দিনকে স্মরণীয় রাখতে ১ মার্চকে জাতীয় বীমা দিবস পালনের জন্য বেছে নেওয়া হয়।