

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।। খাগড়াছড়িতে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ জেলা শাখার উদ্যোগে “ওলামা সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৭জানুয়ারি)শনিবার সকাল ১১ টায় খাগড়াছড়ি জেলা সদরের বায়তুল করিম মাদ্রাসায় এ সম্মেলন পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। সম্মেলনে মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীকে সভাপতি, মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীরকে সিনিয়র সহ সভাপতি, মাওলানা নুরুল কবির আরমানকে সেক্রেটারি ও মাওলানা ছফিউল্লাহ হাবিবীকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩- ২৪ সেশনের আংশিক আংশিক কমিটি ঘোষণা করা হয়।
জেলা সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমীর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কেন্দ্রীয় কমিটির চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি শাহ জাহান আল হাবিবি ,বিশেষ অতিথি বক্তব্য রাখেন আইম্মা পরিষদের চট্টগ্রাম উত্তর জেলা সেক্রেটারি মাওলানা মতি উল্লাহ নূরী।
সম্মেলনে আলোচনায় অংশগ্রহণ করেন খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ হাবিবুল্লাহ জাহাঙ্গীর, খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি, আইম্মা পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার আহবায়ক মাওলানা আখতারুজ্জামান ফারুকী, চট্টগ্রাম ইলিয়াস ব্রাদার্স জামে মসজিদের খতিব মাওলানা সাঈদ আহমদ, খাগড়াছড়ি তাবলীগ মারকাজ মসজিদের ইমাম মাওলানা মোস্তফা, মাইছড়ি জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ ,মাওলানা রেজাউল করিম মিছবাহ ,মাওলানা শফিউল্লাহ হাবিবি, মাওলানা হাফেজ দেলোয়ার হোসেন ,মাওলানা কাউসার আজিজী, মাওলানা রাশেদুল ইসলাম, মাওলানা আলী হোসেন কারিমী,হাফেজ আলী মর্তুজা, ,জাতীয় শিক্ষক ফোরামের জেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন, ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় অর্থ ও কল্যাণ বিষয়ক সম্পাদক হোসাইন ইবনে সারোয়ার প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্য মাওলানা মুফতি শাহজাহান হাবিব বলেন, এদেশে যতক্ষণ পর্যন্ত ওলামায়ে কেরামরা সঠিক দায়িত্ব পালন করবে, ততক্ষণ পর্যন্ত কোন বাতিল শক্তি মাথা ছাড়া দিয়ে উঠতে পারবে না- ইনশাল্লাহ। যখন বাতিল মাথা ছাড়া দিয়ে উঠছিল, তখন আমাদের আকাবীর হাফেজ্জী হুজুর রহ.তাদের মোকাবেলা করার জন্য নির্বাচনে দাঁড়িয়ে ছিলেন। পরে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হয়।