জুরাছড়িতে ‘সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছা সেবা মূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি: রাঙ্গামাটি পার্বত্য জেলার জুরাছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে “সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যুবদের ভূমিকা ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।

২২ ( জানুয়ারি) সকাল ১১ টায় জুরাছড়ি উপজেলা হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি পার্বত্য জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ শহীদ উল্লাহ। এ সময় তিনি বলেন, সামাজিক কর্মকান্ডে যুবদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে,যুব’রা পারে সমাজকে বদলে দিতে। যুব’রা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সমাজকে দুর্বার গতিতে এগিয়ে নিতে পারবে। আজকের যুবকেরা আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দিবে।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ:দা:) মোহাম্মদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার অভিক চাকমা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হারুনর রশীদ ভূইয়া, ইমপ্যাক্ট প্রকল্পের সাব এসিস্ট্যান্ট ইন্জিনিয়ার শরীফুল হক প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন জায়গা থেকে যুব ও যুব মহিলা’রা ”সামাজিক কর্মকান্ড ও সেবা মূলক কাজে যুবদের ভূমিকা” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করে।