তিনটহরী মহিউসসুন্নাহ মাদ্রাসায় হিফজের সবক প্রদান উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নুরুল কবির আরমান, খাগড়াছড়ি।। খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান তিনটহরী মহিউসসুন্নাহ মাদ্রাসার হিফজ বিভাগের সবক প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (২৪ডিসেম্বর) রবিবার সকাল ৯টায় মাদ্রাসার হিফজ বি়ভাগ মিলনায়তনে মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা ইকবাল হোসাইন এর সঞ্চালনায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তাগণ কুরআন শিক্ষার গুরুত্ব ও ফজীলত তুলে ধরে বলেন, পবিত্র মহাগ্রন্থ আল কুরআন মহান আল্লাহ তা’য়ালার ঐশী গ্রন্থ। সর্বশেষ আসমানী কিতাব। কুরআন মাজীদ একমাত্র গ্রন্থ যার সংরক্ষণের দায়িত্ব আল্লাহ তা’য়ালা নিজেই নিয়েছেন। এর একটি শব্দ কম বেশি করার কারো ক্ষমতা নেই। যারাই কুরআনের আদেশ-নিষেধ মেনে চলবে আল্লাহ তাদেরকে দুনিয়া ও আখেরাতে অফুরন্ত নিয়ামত দান করবেন।

এসময় মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক-হাফেজ মুহাম্মাদ ওমর ফারুক, শিক্ষা পরিচালক মাওলানা ফয়েজ উল্লাহ, আয়শা রা. মহিলা মাদ্রাসার পরিচালক মাওলানা শিহাব উদ্দিন, কারিমিয়া দারুত্ তাক্বওয়া আল ইসলামিয়া মাদ্রাসার নির্বাহী পরিচালক মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ, তিনটহরী তা’লীমুল কুরআন মাদ্রাসার পরিচালক মুহাম্মদ বেলাল, তাফসীরুল কুরআন পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফারুক হোসাইন নবীসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।