দীঘিনালায় অসহায় ২৫০পরিবার পেল সেনাবাহিনীর ঈদ উপহার

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি: খাগড়াছড়ির দীঘিনালায় পবিত্র ঈদুল ফিতর আনন্দের সাথে উৎযাপন করতে অসহায় ও দুস্থ ২৫০ পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে দীঘিনালা সেনা জোন।

সোমবার (০২ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার কবাখালী ইউনিয়নের ১নং কবাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রি বিতরণ করেন দীঘিনালা সেনা জোনের (৪ইবি বেবী টাইগার্স) অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ, পিএসসি।

এসময় জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ বলেন, ‘দীঘিনালা সেনা জোন পাহাড়ি-বাঙালি নির্বিশেষে সব সময় পার্বত্য অঞ্চলে যেকোনো ধরনের সাহায্য সহযোগিতার কাজে এগিয়ে এসেছে। এ সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা পাহাড়ের অসহায় ও দুস্থ মানুষের সঙ্গে ছিলাম, আছি এবং থাকব।’

জোন অধিনায়ক আরো বলেন, ‘চলমান রোজা ও আসন্ন ঈদে সকলের সঙ্গে আনন্দ এবং উৎসব ভাগাভাগি করতে চাই বলেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী ধর্ম, বর্ণ, জাতি ও নির্বিশেষে সব সময় ভালো কাজের মাধ্যমে পাশে থাকবে। আমরা সব সময় মানুষের কল্যাণের জন্য কাজ করে আসছি। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।’

ঈদ উপহার নিতে এসে কবাখালী ইউনিয়নের হেডম্যান পাড়ার বাসিন্দা আক্তার হোসেন (৭০) ও জমিলা বেগম (৫৫) বলেন, সেনাবাহিনীর ঈদ উপহার পেয়ে অন্তত খুশি এবং আনন্দিত। এসময় একই সুরে কথা বলেন বোয়ালখালী ইউনিয়নের বাবুপাড়া এলাকার বাসিন্দা বিবি ফাতেমা বেগম (৬০)।

কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান বলেন, বাংলাদেশ সেনাবাহিনী পাহাড়ি-বাঙালি নির্বিশেষে স্থানীয় সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে সর্বদা বদ্ধপরিকর। সেনাবাহিনীর এ মহতী উদ্যোগকে সাধুবাদ ও কৃতজ্ঞতা জানাই।

সেনাবাহিনীর ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের দীঘিনালা সেনা জোন অধিনায়ক লেঃ কর্ণেল রুমন পারভেজ, পিএসসি। এতে অন্যদের মধ্যে দীঘিনালা জোনের এ্যাডজুটেন্ট, ক্যাপ্টেন রাফিদ মাহমুদ সিদ্দিক, মেডিকেল অফিসার, ক্যাপ্টেন রাকিবুল ইসলাম রনি, অনারারী লেঃ মোঃ আব্দুল মান্নান, জেসিও কোয়াটার মাষ্টার, সিনিঃ ওয়াঃ অফিঃ মোঃ ইউনুস আলী, কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান উপস্থিত ছিলেন।