সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি:
‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ এবারের সমবায় দিবসে ও ‘দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে খাগড়াছড়ি দীঘিনালা উপজেলায় উদযাপিত হয়েছে ৫৩ তম জাতীয় সমবায় দিবস ও জাতীয় যুব দিবস।
শনিবার (০২নভেম্বর) সকাল ১১টায় উপজেলা সমবায় দপ্তর ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের যৌথ আয়োজনে জাতীয় সমবায় দিবস ও জাতীয় উপলক্ষে এক যুব র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর ঘুরে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমবায় সহকারী পরিদর্শক রিমিঝিম চাকমার সঞ্চালনায় ও উপজেলা সমবায় কর্মকর্তা ত্রিরতন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যদেন দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মামুনুর রশীদ।
আলোচনা সভায় বক্তব্য বলেন, ‘সবার চিন্তা ভাবনার মধ্যে সর্বোত্তম পরিকল্পনা করে কাজ করলে সমবায় এর মাধ্যমে দারিদ্র্য বিমোচন করা সম্ভব। আজকে জমানো সঞ্চয় ভবিষ্যতে বৃহৎ আকারে কাজে লাগবে। অপরদিকে সরকার যুব উন্নয়ন অধিদপ্তরের মাধ্যমে ২০টি ট্রেডের মাধ্যমে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে শিক্ষিত বেকার যুবক- যুবতীদের আত্ম- কর্মসংস্থান সৃষ্টি করছে। বক্তারা আরো বলেন, প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষনলব্ধ জ্ঞানেক কাজে লাগিয়ে উদ্যোক্তা হতে হবে। যুব দপ্তরের মাধ্যমে সল্প সার্ভিস চার্জে ঋণ দেয়া হয়। দেশ থেকে যুবরাই সকল বৈষম্য দুর করতে পারে।’
এতে অন্যদের মধ্যে বক্তব্যদেন দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: জাকারিয়া, দীঘিনালা কেন্দ্রীয় সমবায় সমিতির (বিআরডিবি) চেয়ারম্যান ও দীঘিনালা প্রেসক্লাব সভাপতি সোহেল রানা, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শ্যমলমিত্র চাকমা প্রমূখ।
দীঘিনালায় জাতীয় সমবায় ও যুব দিবস উদযাপিত
প্রকাশ : ৩ নভেম্বর, ২০২৪ ১০:২৭ : পূর্বাহ্ণ |
বিভাগ : খাগড়াছড়ি
53 বার