

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালায় অবৈধ ০২টি ইট ভাটার অভিযান চালিয়ে দেড় লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে দুপর পর্যন্ত উপজেলার আল্লাহর ব্রিকস ফিল্ড ও ফোর বিএম ব্রিকস ফিল্ড এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবুল হাসনাত খাঁন বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, তারই ধারাবাহিকতায় উপজেলার আল্লাহর দান ব্রিকস ফিল্ডকে কৃষি জমির মাটি ব্যবহার ও আইন অনুযায়ী শর্ত না মানায় ১ লক্ষ টাকা এবং ফোর বিএম ব্রিকস ফিল্ডকে আইন অনুযায়ী শর্ত না মানায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া পরবর্তী নির্দ্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন ইট তৈরিতে তাদের কার্যক্রম বন্ধ করা হয়েছে।
তিনি আরও বলেন, অবৈধ কোনও ইটভাটা রাখা হবে না। আগামীতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানে অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সদস্য ও বন বিভাগের কর্মীরা উপস্থিত ছিলেন।