দীঘিনালায় নির্বাচনী কাজে যাওয়ার পথে এডিসির গাড়িতে হামলা ও ভাংচুর

সোহানুর রহমান, দীঘিনালা প্রতিনিধি।।
খাগড়াছড়ির দীঘিনালাতে জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জোনায়েদ কবীর সোহাগের গাড়িতে হামলা ও গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

শনিবার (০৬ জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার জামতলী সুপারী বাগান এলাকায় এ ঘটনা ঘটে।

গাড়ি চালক মো. সুমন জানায়, ‘খাগড়াছড়ি থেকে দীঘিনালা আসার পথে জামতলী সুপারী বাগান এলাকায় এ ঘটনা ঘটে। তিনি জানান অর্ধশতাধিক মানুষজন লাঠিশোটা নিয়ে চলন্ত গাড়িতে হামলা করে।’

বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ বলেন, ‘অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মহোদয়ের গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। খবরপেয়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, বিজিবি ও পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌছে নিরাপদে উপজেলা সদরে নিয়ে এসেছে। এতে গাড়ির পিছনের কাঁচ ভাঙলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি।’ 

বিক্ষিপ্ত পিকেটিং থেকে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে জানিয়েছেন তিনি। 

এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি জানিয়ে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নুরুল হক বলেন, ‘কারা এ ঘটনা ঘটিয়েছে তা খুজে বের করার জন্য পুলিশের টিম কাজ করছে।’

এ দিকে বিএনপির চলমান ডাকা হরতালের খাগড়াছড়ির দীঘিনালায় বিক্ষিপ্ত পিকেটিং চলছে।